আওয়ামী লীগের প্রতিষ্ঠা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোহরাওয়ার্দীর জনসভায় শেখ হাসিনা

al-meeting-pm-230624-01-1719149625
Array

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যা আমরা প্রমাণ করেছি। অন্য দলগুলো জনগণের ভাগ্য পরিবর্তন করেনি। তারা নিজেদের অর্থ সম্পদ বানানো, দুর্নীতি, সন্ত্রাস এগুলোই ছিল তাদের কাজ।

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। তিনি বলেন, আজকে ২০২৪ সালে দাঁড়িয়ে বলতে পারি ডিজিটাল বাংলাদেশ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে মাথা উঁচু করে চলার সুযোগ পেয়েছে।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। আমি কাছে থেকে দেখেছি তিনি কিভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০২৬ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসেবে। আমরা তার প্রস্তুতি নিয়েছি। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি- দিন বদলের সনদ।
আমরা প্রকৃতপক্ষে দিন বদল করেছি।

সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat