যেমন ছিলো চর্তুথ দফা অবরোধের সারাদিন

0
oborodh-20231109095259-2311121356
Array

চর্তুথ দফা অবরোধের প্রথম দিনের শুরুতে রাজধানীতে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বরাবরের মত রিকশা, অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দখলে রাজপথ। তবে যাত্রীর অভাবে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম। নাশকতা রুখতে সর্তক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।

বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা চর্তুথ দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

অবরোধের সমর্থনে গুলশান, ক্ষিলক্ষেত ও ধানমন্ডি এলাকায় মিছিল করেছে বিএনপি। ধানমন্ডির মিছিল থেকে সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন রাজিবসহ তিনজনকে আটক করে পুলিশ।

কর্মসূচি বাস্তবায়তে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোয়ারীঘাট, বিজয়নগর-পল্টনসহ বেশ কয়েক জায়গায় মিছিল করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মিছিল থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তারা।

অবরোধের সমর্থনে রাজধানীর সায়দাবাদ, মহাখালী, পল্লবী, মিরহাজিরবাগ এলাকায় মিছিল করে যুবদল। আর মিরহাজিরবাগে মিছিল করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

চর্তুথ দফা অবোরোধের সমর্থনে রাজধানীর ১২টি স্পটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এসময় সরকারের পদত্যাগের পাশাপাশি তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও দলের আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানান তারা।

অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি সমমমনা কয়েকটি বিরোধী দলও। জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করে গণতন্ত্র মঞ্চ। তোপখানা রোড এলাকায় মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। মিছিলটি পুরানা পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

অবরোধের সমর্থনে পল্টন এলাকায় মিছিল করে গণ অধিকার পরিষদ ও বার দলীয় জোট। আরামবাগ থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজ পর্যন্ত মিছিল করে গণফোরাম।

পল্টন এলাকায় মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। মিছিলটি পল্টন মোড় থেকে কাকরাইল ঘুরে বিজয়নগর এলাকায় শেষ হয়।

এদিকে, যাত্রী সংকটে চতুর্থ দফার প্রথম দিনেও রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। রাজধানীতে কিছু গণপরিবহন চললেও যাত্রী কম বলে জানিয়েছেন চালকরা। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম।

এদিকে, রবিবার দুপুরে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বরাবরের মতোই তালা ঝুলছে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat