তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীসহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ, গ্রেপ্তার ৪০

0
Jmat-e-08.10.023-Islami-dem_original_1696778610
Array

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

রোববার (৮ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারে ঢাকা জেলা উত্তর জামায়াত বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে বিভিন্ন জেলায় এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য গোটা জাতি আজ প্রস্তুত উল্লেখ করে বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতৃবৃন্দরা বলেন, জুলুমবাজ আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে ইনশাআল্লাহ।

জামায়াতের নেতৃবৃন্দসহ আলেম-উলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে এভাবে কারাগারে আটকিয়ে রাখার পরিণতি ভালো হবে না জানিয়ে তারা বলেন, অবিলম্বে সকল রাজ বন্দীদের মুক্তি দিতে হবে। টালবাহানা না করে অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে আওয়ামী সরকারকে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে। অন্যথায় জনগণ রাজপথেই এর ফায়সালা করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক জনতা সে প্রস্তুতিই নিচ্ছে।

পটুয়াখালী প্রতিনিধি জানান, রোববার সকাল ৭ টায় জেলা জামায়াত আমীর অধ্যাপক মুহাম্মদ শাহআলম ও জেলা সেক্রেটারি এড, নাজমুল আহসান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জামায়াত। এতে উপস্থিত ছিলেন পটুয়াখালী সিটি আমীর মাওলানা আবুল বাশার, সদর উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত বিক্ষোভ মিছিল বের করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পিটিআই এলাকা থেকে শুরু হয়ে শান্তি মোড় এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বগুড়া প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ৭টায় শহরের নুরানি মোড় এলাকায় মিছিলটি বের হয়ে চার মাথায় গিয়ে শেষ হয়। এতে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সভাপতিত্ব করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে শহরের বাজার স্টেশন থেকে বিক্ষোভ শুরু করে জামায়াত। এরপর মিছিল নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থান মোড়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও পৌর আমির আবদুল লতিফ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি জানান-রোববার সকালে জেলা সদরের জগদল বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই কর্মসূচি পালন করে দলটি। পরে সড়কের পাশেই সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন।

এছাড়া সাতক্ষীরা, নোয়াখালী, চাঁদপুর, মেহেরপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর-দক্ষীণ, লালমনিরহাট, ফরিদপুর, ভোলা, ঝিনাইদহ, বাগেরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, কক্সবাজার, সিলেটসহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করে জামায়াত।

এদিকে রোববার (৮ অক্টোবর) দেশের বিভিন্ন জায়গায় জামায়াত একাধিক নেতাদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর মধ্যে রোববার কুড়িগ্রাম সদরের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে কুড়িগ্রামে জামায়াতের কর্মপরিষদ সদস্যসহ ১৯ নেতাকর্মী, বাগেরহাটে ৭ জনসহ অন্যান্য জায়গা থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat