রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি দৃশ্যমান হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

bd-p-20250301204617
Array

পুরো রমজান মাসজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এ সপ্তাহের প্রথম থেকেই রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল সরবরাহ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। পরিস্থিতির উন্নতিতে কী করা প্রয়োজন সে সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন তারা।

 

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat