‘চায়ের আমন্ত্রণে’ ডাকা যেসব বিচারপতি ছুটিতে গেলেন

0
19658728_197
Array

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ‘চায়ের আমন্ত্রণে’ ডাক পাওয়া ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছুটিতে পাঠানো ওই ১২ জন বিচারপতি হলেন- বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শাহেদ নুরউদ্দিন, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো: আক্তারুজ্জামান, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাছুদ হোসেন দোলন ও বিচারপতি আতাউর রহমান খান।বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে ১২ জন বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। ওই ১২ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা অন্তত ৩০ জন বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০ জনের নাম ও অভিযোগ সম্বলিত তালিকাও জমা দিয়েছেন।

জানা গেছে, ওই তালিকা থেকেই ১২ জন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat