আশুলিয়ার গার্মেন্টসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত
Array
শ্রমিক অসন্তোষেই আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে পরা কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। আগামীকাল শনিবার (১১ নভেম্বর) থেকে কারখানার সামনে নোটিশ টানানোর কথা জানিয়েছেন তারা।
নতুন মজুরী ঘোষণার পর শান্ত না হয়ে উল্টো আবারও আন্দোলনে নামে কয়েকটি কারাখানার শ্রমিকরা। বাধ্য হয়ে কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলনের মুখে পড়া কারখানাগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। এরপরও শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে অনড়। পোশাকখাতে এই অস্থিরতার দ্রুত অবসান চান স্থানীয় সচেতনরা।