‘উই আর ভেরী হ্যাপি’, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

0
momen-3-20230922235330
Array

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্র কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, উই আর ভেরী হ্যাপি। ভিসানীতি নিয়ে তারা আমাদের বলেছে, আমরা যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, সেটা যেন সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের উপর তারা ভিসানীতি প্রয়োগ করবে। আমরা আশা করি, ভিসানীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না।

এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা আসার কোনো ‘প্রশ্নই ওঠে না’ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে কেন বাধা দিব? পাগল নাকি। আমরা এতদিনে তৈরি করেছি ফি ফেয়ার ইলেকশন করার জন্য, আমরা ব্যালট বাক্স তৈরি করেছি পার্মানেন্ট ব্যালেট তৈরি করেছি, বিএনপি’র মত ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোট যাতে না হয়,ব্যালেট বক্স তৈরি করছে যাতে বিএনপির মতো রাতে অন্ধকারে কেউ ভোট দিতে না পারে। আমরা চাই ভালো ইলেকশন।

‘আমেরিকা বলেছে যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করবে,তাদের শাস্তি দেবে, ভিসা নিষেধাজ্ঞা দেবে, খুব ভালো। ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই’, বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat