বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী,বৃষ্টিতে তলিয়ে গেছে ধানমন্ডির ২৭ নম্বর রোড

0
dhanmondi_deshrupantor
Array

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর জানায় রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

দিনভর মেঘলা আকাশ ও থেকে থেকে বৃষ্টির পর সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়তে শুরু করে। ভারি বৃষ্টিপাতে ফার্মগেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। রাজধানীর প্রায় সব সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় স্থির দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনকে।

অনেকে জানান, তাদের ব্যক্তিগত গাড়িতে পানি ঢুকে গেছে। রাতে কখন তারা বাসায় ফিরতে পারবেন তা অনিশ্চিত।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের গড় বৃষ্টিপাত ছিল ৯ মিলিমিটার। তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তারা জানায়, রাত ৯টার পর থেকে যা বৃষ্টি হয়েছে সেটার তথ্য জানা যাবে রাত ১২টার দিকে। সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। রাতে হয়ত প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে পারে।

জানা গেছে, মিরপুর ১০ নাম্বারে প্রধান সড়কসহ অলিগলিতে কোমর সমান পানি জমেছে। পানি প্রধান সড়কে চলাচলরত প্রাইভেট গাড়ির ভেতরেও ঢুকে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে প্রচুর সিএনজি বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গ্রিন রোড, নর্থ ধানমন্ডিসহ আশেপাশের সব গলিতে পানি জমেছে। সেখানকার গ্রিন লাইফ হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল এবং ল্যাবএইডে আসা রোগীরা পড়েছেন বিপদে। একই অবস্থা রাজধানীর মগবাজার, মালিবাগ, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এবং শান্তিনগরেও। মতিঝিলে রাতে লোক কম থাকলেও পানি হাঁটুর ওপরে উঠে গেছে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat