হঠাৎ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

0
bvnews-24-FAKHRUL-2309071729
Array

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মির্জা ফখরুল।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর দেহে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম পটাসিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের এ উঠানামায় উদ্বিগ্ন তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড। বৃহস্পতিবারও তার লিভারের ফাইব্রোস্ক্যান করা হয়েছে।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের স্থানগুলোর অবস্থা জানার জন্য এ পরীক্ষা করা হয়েছে। এর আগে তার রক্ত পরীক্ষার জন্য সিবিসি এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখার জন্য রেনাল প্রোফাইল সিরামসহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পরীক্ষার রিপোর্ট দেখে পরে সিদ্ধান্ত নিবেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat