দুর্দান্ত প্রত্যাবর্তনের পর টাইব্রেকারে জয় মেসির মায়ামির
ম্যাচ শেষ হতে তখন ৩০ মিনিটও বাকি নেই, ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে। এমন সময়ও একটি দল যার ভরসায় নির্ভার থাকতে পারে, মায়ামিতে সেই লিওনেল মেসি ছিলেন। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ডালাস এফসির বিপক্ষে ইন্টার মায়ামিকে উদ্ধার করলেন সেই মেসিই।
৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি ব্যবধান ৩-২ করেন। গোলটি হওয়ার পথে বেঞ্জামিনকে শেষ পাসটা দেন জর্দি আলবা। আর বক্সের বাইরে থেকে পড়ে যেতে যেতে আলবাকে ফাঁকায় বলটা বাড়িয়েছিলেন মেসিই।
এরপর আবার ডালাস এফসি ৪-২ গোলে এগিয়ে যায়। দলকে সমতায় ফেরাতে পরের দুটি গোলেও ‘অবদান’ রাখেন মেসি। ব্যবধান ৪-৩ করা গোলটির উৎস তাঁর ফ্রি-কিক। এরপর ৮৫ মিনিটে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক বলে জালে জড়ান সরাসরিই।
মেসির জোড়া গোলের সুবাদে টাইব্রেকারে গড়ানো ম্যাচে আর হতাশ হতে হয়নি মায়ামিকে। ডালাসকে ৫-৩ গোলে হারিয়ে লিগস কাপের শেষ আটে উঠেছে ইন্টার মায়ামি।