মহিলাদের ফোন নম্বর বিক্রি, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

0
girl
Array

ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন মোবাইলের দেকানে দেদারছে বিক্রি চলতো মহিলাদের ফোন নম্বর। নম্বরের দাম ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়। পুলিশের জালে ধরা পড়ে এই সংক্রান্ত একটি চক্র।

মহিলাদের ছবি দেখিয়ে , গ্রাহকদের পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে ঠিক করা হয় দাম। এ পর্যন্ত এরকম জঘন্য ঘটনার শিকার হয়েছেন উত্তরপ্রদেশের অনেক মহিলা। এই ঘটনার শিকার হয়ে, একাধিকবার ফোনে উত্ত্যক্ত হওয়ার পর অনেক মহিলা অভিযোগ জানান উত্তর প্রদেশের মহিলা হেল্প লাইন ১০৯০ নম্বরে।

গত ৪ বছর ধরে ৬ লাখ অভিযোগ দায়ের হওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশের জালে ধরা পড়ে এই সংক্রান্ত একটি চক্র। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মোবাইলের দোকানে মহিলারা রিচার্জ করতে যান, সেই দোকানই তাদের ফোন নম্বর সংগ্রহ করে তা বিক্রি করা হয়। নম্বরের খরিদ্দাররা, নম্বর নিয়ে বন্ধুত্ব পাতাবার প্রস্তাব দিয়ে ফোন করেন মহিলাদের। অনেক ক্ষেত্রেই মোবাইল রিচার্জের দোকানের লোকজন, গ্রাহকদের ভুয়া পরিচয়পত্র দিয়ে ‘সিম’ কার্ড দেন। যার নথি তারা নিজেদের দোকানে রেখে দেন। সেখানে থেকে ছবি সংগৃহীত হয় মহিলা গ্রাহকদের।

শুধু যে মহিলাদের ফোন নম্বর নিয়ে তাদের ফোনে উত্ত্যক্ত করা হয়, তা নয়, হোয়াটস অ্যাপেও তাদের বিরক্ত করা হতো।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat