সংস্কার কমিশনের রিপোর্ট পেলে দলগুলোর সাথে বসবে সরকার : উপদেষ্টা মাহফুজ

0
Mahfuz
Array

সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে। এরপর চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কারের সব সিদ্ধান্ত। এমন কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশের আয়োজনে জাতীয় সংলাপে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার একা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে না৷ কোন সংস্কারগুলো আগে করতে হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ হুমকি দিলে তাকে ট্রেস করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা চাই, সরকারকে বেশি বেশি প্রশ্ন করা হোক। এতে কাজে গতি বাড়ে।

আহতদের চিকিৎসার বিষয়েও কথা বলেন তিনি। তিনি জানান, চিকিৎসার কাজ একটু ধীরে চলছে। যারা প্রান্তিক অঞ্চলে আছে, তাদেরকেও চিকিৎসায় অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

একই আয়োজনে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তোলেন। বলেন, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা থাকলে প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না। সংস্কারের কথা বললে আমলারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তা নীতিগতভাবে ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat