জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, হবেও না : সারজিস

0
19679020_199
Array

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দায়িত্ব নিয়েছে মাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আগামীতেও হবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ (চাপ সৃষ্টিকারী দল) হিসেবে কাজ করবে। আগামীর বাংলাদেশে লিডারশিপ (নেতৃত্ব) তৈরির কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।’

তিনি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডাশিপ ধ্বংস করেছে। আর এতে ১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল, কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। আমি মনে করি, আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলোর যদি উন্নয়ন করতে চাই, তাহলে আগে আমাদের লিডার (নেতা) তৈরি করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন।’

‘এই লিডারশিপ শুধু রাজনৈতিক লিডারশিপ হবে সেটা নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটি করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি।’

তিনি আরো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক বলেন, ‘শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যে উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই; তদবিরে বিশ্বাস করি না।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat