দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ

0
19677292_151
Array

দখলের পরিবর্তন হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আপনারা সব সময় সচেতন থাকবেন, চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে।’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। হকের পক্ষে ও বাতিলের বিপক্ষে কথা বলুন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্পদ্রায়িক উস্কানি দিয়ে সঙ্ঘাত লাগাতে না পারে। আমরা নিশ্চিত করতে চাই, দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা এ দেশে সবচেয়ে নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।’

এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, মো: সিয়াম আহাম্মেদ প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat