সংবিধান বিষয়ে সবার মত নিতে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ : আলী রীয়াজ

0
Riaj-py-66eabb594dbf0-6745fdb6ccb1d
Array

সংবিধানের বিষয়ে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

আজ মঙ্গলবার সংবিধান বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপির প্রস্তাব প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘এখন পর্যন্ত তাদের প্রস্তাবগুলো আমরা পড়িনি। যতক্ষণ না পড়ছি ততক্ষণ মন্তব্য করা সম্ভব না। অন্যান্য দলের পক্ষ থেকেও প্রস্তাব পেয়েছি। সেগুলোও পড়ব। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছে যে প্রস্তাব পাচ্ছি সেগুলো হতে আলাপ-আলোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করা আমাদের দায়িত্ব।’

সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারেরও বেশি মতামত এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরও কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে সঙ্গে আমরা কথা বলব।’

তিনি বলেন, ‘সংবিধানের বিষয়ে বিবিএসের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে, যেন সব ধরনের মানুষের মত আমরা পাই। নগর, গ্রাম, বয়স্ক, তরুণদের। এটাই আমাদের কাজ। কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

‘আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশগুলো দিতে পারব। ৬ অক্টোবর কমিশন যাত্রা শুরু করেছিল। আমরা আশা করি ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাব। যদিও বলা হচ্ছে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আমরা আমাদের প্রস্তাব দেব। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন বলবে। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার,’ যোগ করেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘সংবিধান শুধু একটি নির্বাচনের বিষয় নয়। সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করব। সুনির্দিষ্ট করে নির্বাচন কবে হবে, কী প্রক্রিয়ায় হবে, সেটা সরকার বলতে পারে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব না।’

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat