সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষনা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে : সারজিস আলম

0
500-321-inqilab-white-20241117225721
Array

সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষনা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে এমনটা বলেছেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তিনি আরও বলেন, আমাদের দেশে আরো কয়েকটি দল দরকার। কারন যত দল বাড়বে ততো জবাবদিহিতা বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে প্লাস টু ফর্মুলা করতে হবে। তাহলেই দেশ দ্রুত আগাবে।

তিনি বলেন, আমরা মনে করি এই ১০০ দিনে এই সরকারের কাছে যতটুকু আশা করেছিলাম সে অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সত্য। কিন্তু এই ১০০দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো, যদি রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতো। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে নিজের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য পায় সেদিকেই তারা দেখে।

আজ রবিবার রাতে মাওলানা ভাসানীর ৪৮তম ওফাত দিবসে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। তাই যথাযথ যৌক্তিক সময় দরকার এই সরকারের। কারন ছয়মাস তেমন এসরকারের জন্য কোন যৌক্তিক সময় হবেনা। তেমনি আবার তিন থেকে পাঁচ বছরের মেয়াদকালও যৌক্তিক হবেনা।

এদিকে মাওলানা ভাসানী নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের কথা চিন্তা করলেই চলে আসে প্রথম সারিতে ভাসানীর কথা। তিনি এদেশের মাটি ও মানুষের নেতা হতে পেরেছিলেন। কারন তিনি সকল মানুষের সাথে মেশার জন্য লুঙ্গি ও পাঞ্জাবি পরতেন। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের সাথে কোনদিনও আপোষ করেননি।

মাজার জিয়ারতের সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মো মাহিন সরকার, এছাড়াও স্থানীয় সমন্বয়ক মো: আল আমিন, মনিরুল ইসলাম,সিয়াম, কামরুল ইসলাম প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat