টাঙ্গাইলে বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ

0
Array

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে বিএনপির ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী ব্যবসায়ী মনির আহমেদ আজ বুধবার সন্ধ্যায় শহরের আদালত পাড়ায় তার বাড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় মঙ্গলবার দুপুরে তার বাড়িতে হামলা চালানো হয়। চাঁদাবাজরা এ সময় তার এক আত্মীয়কে মারধর করে।

মনির আহমেদ বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের নির্দেশে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ সদলবলে তার বাড়িতে এসে চাঁদা দাবি করে। তাদের মারধরে আহত মাহবুবুল আলম মাসুদ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের ব্যাপারে মন্তব্যের জন্য প্রধান অভিযুক্ত বিএনপি নেতা আহমেদ আযম খানের মোবাইল ফোনে কয়েক দফায় চেষ্টা করেও তা খোলা পাওয়া যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন আরেক অভিযুক্ত বিএনপি নেতা এজাজুল হক সবুজ। টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, কিছু দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে তাদের চিহ্নিত করতে সেখানে গিয়েছিলেন। তারা উপস্থিত হওয়ার পর চাঁদাবাজরা সেখান থেকে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat