ভারতকে করিডোর দিয়ে প্রধানমন্ত্রী খাল কেটে কুমির এনেছেন : রিজভী

0
Array

রেললাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতকে করিডোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন। এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে রিজভী এসব বলেন। নয়াপল্টনে বুধবার বিকালে ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলটি আয়োজন করে।

রিজভী বলেন, গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভিতরে সৈনিকদের লুকিয়ে রেখে ঘোড়াটা ট্রয় নগরের কাছে রেখেছিল। ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরের ভিতরে নিয়ে যায়। রাতে সৈন্যরা ঘোড়ার পেটের ভিতর থেকে বেরিয়ে নগরের দরজা খুলে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয়। শেখ হাসিনাও ভারতের সঙ্গে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন ।

বিএনপির মুখপাত্র বলেন, এখন রাসেলস ভাইপার নামের সাপের কথা বলে দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমরা যে শেখ হাসিনার ভাইপারের ছোবলে আক্রান্ত সেখান সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। শেখ হাসিনা ভাইপারের ছোবলে আক্রান্ত গোটা জাতি। তিনি দেশের ভূখণ্ডকে অকাতরে দেয়ে দিচ্ছেন। সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। রিজভী বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন চুক্তি করার পূর্বে তিনি জনগণের সম্মতি নেননি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না।

প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়। তাদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। তারা আমাদের পানির ন্যয্য হিস্যা দিচ্ছে না। অভিন্ন নদীর পানি তারা একচেটিয়া নিয়ে নিচ্ছে।

রিজভী বলেন, ভারতের আদানী গ্রুপের কাছ থেকে সরকার নাকি বিদ্যুৎ আমদানি করে। দুদিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না। গ্রামে এখন ১৫/১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ হলো তাদের মনোবৃত্তি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat