বাংলাদেশের ভেতর ভারতের রেললাইন জনগণ মেনে নেবে না : জয়নুল আবদীন ফারুক

0
500-321-inqilab-white-20240621170100
Array

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত।’ ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর এই প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। জয়নুল আবদিন বলেন, আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন দিল্লির আগ্রাসন মেনে নিতে পারবো না।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা গণতন্ত্র নস্যাৎ করেছেন। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। বাজেটে গরিব মানুষ ট্যাক্স দেবে আর কোটি কোটি টাকা পাচারকারী ১৯ ভাগ ট্যাক্স দিয়ে তা বৈধ করবে, তা হতে পারে না। তিনি বলেন, সরকার কিছু সংখ্যক আমলাকে ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত, তার প্রমাণ বেনজীর। জনগণ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াকে আর জেলে রাখতে পারবেন না।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat