জনগণের ভোট বর্জনের কারণে সরকার দিশাহারা : মঈন খান

500-321-inqilab-white-20240403150400
Array

দেশের জনগণের কারণে ভোট বর্জনের কারণে সরকার দিশাহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, আমরা দেশের কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এতে সরকার দিশাহারা হয়ে পড়েছে। এই কারণে বিএনপি মহাসচিব সহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীকে মামলা হামলা নির্যাতন ও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সরকার। জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন করেছে।

বুধবার দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন।

প্রথমে তিনি সদ্য কারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান। ৩২৭ মামলার আসামী হঁযে ৩৬৩ দিন কারাভোগের পর ৪ মার্চ কারামুক্ত হন জাহাঙ্গীর। পরে তিনি সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং দুটি পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat