ঢাকায় পৌঁছেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান ভি আর চৌধুরী

0
816945_12
Array

ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন।বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে রয়েছেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতের বিমান বাহিনী প্রধান। এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করবেন তিনি।সফরকালে তিনি বিমান বাহিনীর প্রধান ঘাঁটি পরিদর্শন করবেন।

ভারতের বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।

সূত্র : ইউএনবি

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat