শপথের ডাক পেলেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

0
BBB_20240110_210350080
Array

নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রধানমন্ত্রীসহ এবারের মন্ত্রিসভা হচ্ছে ৩৭ সদস্যের। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা পাঠ করে সাংবাদিকদের শোনান। শপথ নিতে ইতোমধ্যে তাদের ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভায় নতুন মুখ যারা

সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব জানান, সাধারণত মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে সেই তালিকা আগে প্রকাশ করা হয় না। তবে যেহেতু বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য যাচ্ছে এজন্য এবার আগেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে।

মাহবুব হোসেন জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের মধ্যে পরবর্তী সময়ে দফতর বণ্টন করবেন প্রধানমন্ত্রী। সে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে।

মন্ত্রী হচ্ছেন যারা

১. আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)

২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)।

৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪)

৪. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)

৫. ডা দীপু মনি (চাঁদপুর-৩)

৬. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা

৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯. আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)

১০. ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১০. আব্দুশ শহীদ (মৌলভীবাজার-৪)

১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রান-৯)।

১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯. ফরিদুল হক খান (জামালপুর-২)

২০. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)।

২৪. স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্রেট),

২৫. সামন্ত লাল সেন (টেকনোক্রেট)।

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)

২. নসরুল হামিদ (ঢাকা-৩)

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন যে দুইজন

৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

৪. মোহাম্মাদ আলী আরাফাত (ঢাকা ১৭)

৫. মহিবুর রহমান (পটুয়াখালী-৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

৭. জাহিদ ফারুক (বরিশাল-৫)

৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)

১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

কারই/জেবি

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat