অ্যা গভর্নমেন্ট অব দ্য ডামি, বাই দ্য ডামি, ফর দ্য ডামি : মঈন খান

0
Array

আগামীকাল ও পরশু বিএনপির গণসংযোগ কর্মসূচি

নির্বাচনের পরদিন আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল ও পরশু বিএনপি গণসংযোগ কর্মসূচি পালন করবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, এ কথা হয়তো বলা যায়, বাংলাদেশের মানুষ হিউমারপ্রিয়। চিন্তা-ভাবনা করছে নতুনভাবে যে সরকার গঠন করবে এই ভুয়া নির্বাচনের মাধ্যমে, আমরা কি এভাবে বলতে পারি- অ্যা গভর্নমেন্ট অব দ্য ডামি, বাই দ্য ডামি, ফর দ্য ডামি?দুই মাস পর আজ সকালে দলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, প্রথমে ছিল ডামি প্রার্থী, তারপর হলো ডামি ভোটার এবং সর্বশেষ সরকার যেটা করল ডামি অবজার্ভার। জনগণ গতকাল রোববার ভোট বর্জন করে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে। বর্তমান সরকার, বর্তমান নির্বাচন কমিশন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- সবই ভুয়া।

তিনি বলেন, গতকাল ওয়াশিংটন পোস্ট এবং বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে- তাদেরই আনা একজন অবজার্ভার বলেছেন, বাংলাদেশের যে নির্বাচনি প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশ উত্তর কোরিয়ান সিস্টেমের দিকে এগোচ্ছে। ডামি অবজার্ভারদের মধ্যে একজন সত্য কথা না বলে পারেননি।

এ সরকারের অধীনের কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে পারে না মন্তব্য করে মঈন খান বলেন, একজন বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, আজকে আওয়ামী লীগ সরকার যদি আমাকে প্রধান নির্বাচন কমিশনার করে দেয়, আমিও সুষ্ঠু নির্বাচন করতে পারব না। কারণ এটা একটা সিস্টেম। সব নিয়ন্ত্রণ নির্বাহী শাখার হাতে চলে গেছে।

তিনি বলেন, সেই কারণে এখানে নিরপেক্ষ, নির্দলীয় একটি সরকার গঠন করতে হবে। তাদের মাধ্যমে এ দেশের একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। গতকালের ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে আমাদের এই বক্তব্য সঠিক।এ সময় দলের পক্ষ থেকে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায় সরকার গঠন ও তার অধীনে নতুন করে নির্বাচন দাবি করেন মঈন খান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ও পরশু আমরা গণসংযোগ করব। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকব।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat