বিএনপি বলেছে- এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা, আমরা এই নির্বাচনকে পরিহার করছি : মঈন খান

0
image-758432-1704209234
Array

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি প্রতিহত করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, ‘আমরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। কেউ কেউ এ বিষয়ে মিথ্যা বলছে যে, আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। এটা সম্পূর্ণ ভুল কথা। বিএনপি কোনো দিন বলে না যে, তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে- এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা। আমরা এই নির্বাচনকে পরিহার করছি।’

মঙ্গলবার বিকালে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘প্রতিহত করা না করা আমাদের কোনো বিষয় না। সরকার বিএনপির মুখ দিয়ে এই মিথ্যাচার করানোর চেষ্টা করছে, তার (সরকার) উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। এই সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। এজন্যই তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমরা ভোটের অধিকার দেশের মানুষের কাছে ফিরিয়ে দেব। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের দাবি নিয়ে জনগণের সঙ্গে আছি। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।’

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat