ঢাবিতে ফের ছাত্র ইউনিয়নের উপর ছাত্রলীগের হামলা

0
Array

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাইন আহমেদ, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক তাহমিদ শুভ্র, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা শাহরিয়ার শিহাব গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা আলাদা স্থানে এই ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের দাবি- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা হামলার সাথে জড়িত।

জানা যায়, বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পর হাকিম চত্বর ও শাহবাগে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষাঙ্গণে স্বৈরাচারী সন্ত্রাসের অবসানে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি দেয় ছাত্র ইউনিয়ন।

সংগঠনটির দাবি, ছাত্রলীগের পৈশাচিক হামলায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুর চোখে ধারালো কিছু ঢুকিয়ে দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আঘাতে ঢাবি সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদের মাথা ফেটে গেছে। এছাড়া তাহমিদ শুভ্র, শাহরিয়ার শিহাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি এক বিবৃতিতে বলেছেন, নির্বিঘ্নে একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বর্তমান স্বৈরাচারী সরকার আবারো ক্ষমতায় থাকছে এমন আশাবাদ থেকে ছাত্রলীগ সীমাহীন কর্তৃত্ব, দখলদারী ও সর্বাত্মক সন্ত্রাস চালাচ্ছে। তারা বিরোধী ছাত্র নেতৃবৃন্দের প্রাণনাশের চেষ্টা করতেও দ্বিধা করছে না। গত মঙ্গলবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র ৪ জন রাজনৈতিক কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। সেসময় ছাত্রলীগের হামলায় জোট নেতৃবৃন্দ আহত হন। উপরন্তু বুধবার থেকে ছাত্র ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে ব্যানার টাঙিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য কালো কাপড়ে সম্পূর্ণ আবৃত করে রেখেছে তারা। আজ বৃহস্পতিবার আবারো ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর হামলা করে নেতৃবৃন্দকে গুরুতর আহত করেছে ছাত্রলীগ।

হামলার বিষয়ে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বলেন, বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে ক্যাম্পাসে ফিরে টিএসসিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ চা খাওয়ার সময়ই ছাত্রলীগের তানভির হাসান সৈকতপন্থী সন্ত্রাসীরা আমাদের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকাচ্ছিলো। তারপর আমরা আলাদা হয়ে যে যার গন্তব্যে যাওয়া শুরু করি। সে সময় রিকশায় ওঠার সময় ডাসের কর্ণারে দুই কিংবা তিনটা মোটরবাইকে করে এসে রিকশা থামিয়ে ওরা আমার উপর আক্রমণ করে। রিকশা থেকে নামিয়ে আমাকে বেশ কিছুক্ষণ মারার পর লোকজন জড়ো হবার পর ওরা চলে যায়। অন্যদিকে একই সময়ে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ও ঢাকা মহানগরের নেতা শুভ্র’র উপর তারা শাহবাগে হামলা করে এবং দুইজনকেই গুরুতর আহত করে। মেঘমল্লার বসুর বাম চোখ গুরুতরভাবে আক্রান্ত হয়।

মাঈন আহমেদ আরো বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের খুজে খুজে মারার হুমকি দিয়ে যাচ্ছিলো। আজকের তিনটা হামলার ঘটনা শিক্ষার্থীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নিজেরা ভয়াবহ সন্ত্রাস করে ভুক্তভোগীকে সন্ত্রাসী বলে প্রচার দেওয়ার নোংরা রাজনীতি আদতে কারা করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মগের মুল্লুকে পরিণত করা এই ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই।

তবে হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন এমন কোন ঘটনা ঘটেইনি। ঘটলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তা জানতে পারতাম। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলায় ছাত্র ইউনিয়নের উপর বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী ইতোমধ্যে ক্ষোভে ফুলে ফেঁপে উঠেছে। তাই অনতিবিলম্বে এ ঘটনার জন্য তাদেরকে ক্ষমা না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat