মতিঝিলে বাসে আগুন
রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন।
তিনি বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে আমাদের কাছে খবর আসে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে বাসটি সরিয়ে ফেলে। এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস বাংলাদেশ ব্যাংকে পেছনে দাঁড়ানো ছিল। সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট পুড়েছে। এছাড়া আর তেমন কোনো ক্ষতি না হওয়ায় আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।