অবরোধ শুরুর আগের দিন ঢাকায় তীব্র যানজট

0
Array

রাজনীতির চলমান পরিস্থিতিতে দু-একদিন করে বিরতি দিয়ে হরতাল-অবরোধ চলছে গত ২৯ অক্টোবর থেকে। হরতাল-অবরোধের দিনগুলোতে যানজট কিছুটা কম ছিল রাজধানীর সড়কগুলোতে। তবে আজ (মঙ্গলবার) হরতাল-অবরোধের বিরতিতে রাজধানীর প্রতিটি সড়কেই দেখা গেছে যানজট। কোথাও কিছুটা কম হলেও কোনো কোনো সড়কে দেখা গেছে তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরকার পতনের দাবিতে হরতাল-অবরোধ পালন করছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। তফসিলের প্রতিবাদে গত রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করে দলগুলো। আবারও আগামীকাল (বুধবার) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে তারা। তবে আজ কোনো কর্মসূচি না থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত ছুটির পর সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতির কারণে এর আশপাশের এলাকায় তীব্র যানজট ছিল। বিজয়নগর থেকে পল্টন এলাকার রাস্তাতেও গাড়ির চাপ ছিল প্রচুর। কাকরাইল, শান্তিনগর, প্রেস ক্লাব এলাকায় যানজট ছিল তীব্র। সিগন্যালের কারণে বাসগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এছাড়া রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মিন্টো রোড এলাকায় গাড়ির চাপও ছিল বেশি। এসব এলাকায় দীর্ঘক্ষণ যানজটে গাড়ি আটকে থাকতে দেখা যায়।

অন্যদিকে রামপুরা থেকে আবুল হোটেল, ফ্লাইওভারের নিচে মালিবাগ-মৌচাক এলাকাতেও ছিল তীব্র যানজট। সচিবালয়, শিক্ষা ভবন, হানিফ ফ্লাইওভার থেকে নামার পথেও ছিল তীব্র যানজট।

সড়কে যানজটের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জাগো নিউজকে বলেন, অনেক গাড়ি ঢাকায় প্রবেশ করেছে। সেগুলো এখন বের হচ্ছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তীব্র হয়েছে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat