হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে রোববার (১৯ নভেম্বর) মালিবাগ থেকে রাজারবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা,,যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি,সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, সদস্য মোবারক হোসেন, ঢাকা কলেজের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক সাইদুল হোসেন সাইদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন,সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি , এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন।
ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, যুগ্মসম্পাদক মোঃ রাহাত হোসেন, সদস্য মোহাম্মদ সিহাম।
তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজ উর রহমান লিপকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, জাহিদ আহমেদ, রিদয় হোসেন।
বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃমোখলেছুর রহমান, সহ সভাপতি হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল।তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন রিদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামিম আহমেদ।
বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সম্পাদক মো: কাইয়ুম।ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক, বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি।