প্রেসিডেন্টের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ মঙ্গলবার রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জিএম কাদেরের সঙ্গে জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন। বঙ্গভবন থেকে বেরিয়ে মাশরুর মাওলা বলেন, রাত ৮টায় পার্টির চেয়ারম্যান বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্টকে জাতীয় পার্টির চেয়ারম্যান তার লেখা একটি বই উপহার দেন।