জনগণ জীবন–মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমেছে : রিজভী

0
Array

ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন–মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছে বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আগে জনগণ ঘরে ফিরবে না বলেও বক্তব্য দেন তিনি।

নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। এসবের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে যুবদল নেতা রেজাউল কবির পলকে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, রেজাউল কবির পলকে দ্রুত পরিবারের কাছে ফেরত দিতে হবে। রেজাউল কবির পল নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতা-কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের মহাসচিবসহ সব নেতাদের মুক্তির দাবিতে অবরোধ চলবে। গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডয়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat