অনিশ্চয়তার মেঘ অর্থনীতিতে,দেশের অর্থনীতির স্বার্থে সকল পক্ষকে সহনশীল হওয়ার তাগিদ
অর্থনৈতিক অনিশ্চয়তা পিছু ছাড়ছে না ব্যবসায়ীদের। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এবার অবরোধ-হরতাল। দিশেহারা ব্যবসায়ীরা বলছেন, এমন অস্থিরতা চলতে থাকলে প্রতিদিন লোকসান গুণতে হবে হাজার কোটা টাকা, ভেঙে পড়বে সাপ্লাই চেন। দেশের অর্থনীতির স্বার্থে সকল পক্ষকে সহনশীল হওয়ার তাগিদ তাদের।
অবরোধ হরতাল, পুড়ছে গাড়ি, স্থবির রাজপথ, থমকে যাচ্ছে জনজীবন, হোঁচট খাচ্ছে ব্যবসা-বাণিজ্য। অনিশ্চয়তার মেঘ অর্থনীতিতে।
করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের টালমাটাল পরিস্থিতি কাটিয়ে, কেবলই ঘুরে দাঁড়াতে শুরু করছিলেন দেশের ব্যবসায়ীরা। এরই মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা। ব্যবসায়ীরা বলছেন- অস্থিতিশীলতার প্রথম শিকার ব্যবসায়ীরা।
গত এক মাসে নিজেদের ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান, পণ্যের সরবরাহ চেইন ঠিক রাখাই দায় হয়ে পড়ছে।
সহিংসতা এবং অবরোধে প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে হাজার কোটি টাকা। লাভ তো দূর, টান পড়ছে পুঁজিতে।
সহিংসতা নয়, সমঝোতার পথেই সমাধান দেখতে চান ব্যবসায়ীরা।