সরকার সারাদেশে গ্রেফতারের ঝড় চালাচ্ছে : রিজভী

সরকার সারাদেশে গ্রেফতারের ঝড় চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশকে বিরোধীদল শূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা।রোববার (৫ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার গ্রেফতার ঝড় চালাচ্ছে। সারা বাংলাদেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধীদল শূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা। একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশে তারা নির্বাচনের নামে আরেকটি তামাশা করবে এবং সরকারপ্রধান যে তালিকা ধরিয়ে দিবেন সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, ‘গোটা জাতিকে ঋণগ্রস্ত করে তারা অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাইছে। মন্ত্রীদের কথাবার্তা শুনলে মনে হয়, তাদের মধ্যে সভ্যতা, ভভ্যতা বলে কিছু নেই। পুলিশ, র্যাব, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে। এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার।’
নেতাকর্মীদের সতর্ক থেকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য সরকার নানা ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত করছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এ ছাড়া কারো মুক্তি নেই। কারণ যে দেশের পুলিশ নিজে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। তারা এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘অদ্ভুত এক সাধারণ সম্পাদক। আগে দস্যু দল তার প্রতিপক্ষকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করার সময় একটা অট্টহাসি দিতো। আর আজকে তিনি সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে মুচকি হাসি দিচ্ছেন। ওবায়দুল কাদেররা আজকে রাষ্ট্রশক্তি পুলিশ-র্যাবকে ব্যবহার করে তাদের সাথে যৌথভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ করছে আবার মিথ্যা মামলা দিচ্ছে। মানুষ কথা বলতে পারছে না। নিজ দেশে স্বাভাবিকভাবে নির্ভয়ে চলতে পারছে না। টিক্কা খান, নিয়াজী খানের ভূমিকা গ্রহণ করেছেন ওবায়দুল কাদেররা।’
রিজভী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছে। আগামীকালও আমাদের অবরোধ কর্মসূচি আছে, শেষ হলে কর্মসূচি ঘোষণা করা হবে।’
এসময় রিজভী সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে বলেন, ‘এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৬১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৯টি, মোট আসামি ১ হাজার ৬০ জনের অধিক নেতাকর্মী (এজাহারনামীয়সহ অজ্ঞাত)।
এছাড়াও ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৩/৪ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত গ্রেফতার ৫ হাজার ২৮৪ জনের অধিক নেতাকর্মী, মামলা ১২২টির অধিক, আহত ৩ হাজার ৪৯৮ জনের অধিক, নিহত হয়েছে ১০ জন (সাংবাদিক একজন)।
গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ থেকে অদ্যাবধি বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী গ্রেফতার ৭ হাজার ৯৭৪ জন, মামলা ৫১৫টির অধিক, আসামি ৩৯ হাজার ৬২০ জন, আহত ৫ হাজার ৭৯১ জনের অধিক নেতাকর্মী এবং নিহত ১০ জন (সাংবাদিক একজন)।