দিনভর সংঘর্ষের পর থমথমে নয়াপল্টন
দিনভর সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। তৈরি হয়েছে ভয় ও আতঙ্কের পরিবেশ।
সন্ধ্যায় সরজমিনে দেখা গেছে, নাইটেঙ্গেল মোড়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি ডিবি ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন দেখা গেছে।
এরআগে দুপুরে কাকরাইলে শুরু হওয়া সংঘর্ষ ক্রমে ছড়িয়ে পড়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায়। এই সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় বিএনপি’র মহাসমাবেশ।
সকাল থেকেই পুলিশের উপস্থিতি ছিলো ব্যাপক। সন্ধ্যায় পর নয়াপল্টনসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনা তো বটেই, বিভিন্ন গলির মুখ এবং ভেতরেও দেখা গেছে পুলিশের উপস্থিতি। যানবাহনের উপস্থিতি নেই। ব্যক্তিগত গাড়ী একদমই দেখা যায়নি।