দেশের মানুষ না চাইলে তফসীল ঘোষণা করলেও নির্বাচন হবে না : আমীর খসরু

0
786099_123
Array

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘দেশের মানুষের বিরোদ্ধে তফসীল বা যাই ঘোষণা করেন কোনো কাজে আসবে না’।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকে অনেক সময় তফসীল ঘোষণা করেছে, দেশের মানুষ না চাইলে নির্বাচন হয়নি। তফসীল ঘোষণা করলে নির্বাচন হবে এটা কোনো কথা হল নাকি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার মনিটরিং বিষয়ে বলেন,‘বাজার মনিটরিং কেন করবে? সরকারের সিন্ডিকেটেড লোকজন বাজার নিয়ন্ত্রণ করছে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব।’

এর আগে সাবেক এই মন্ত্রী পূজা মণ্ডপ ঘুরে পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ,সহ সভাপতি ডিএম শওকত,সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, হযরত আলী মিঞা ও এসএম মহসীন প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat