ঢাকায় বৃষ্টি : আধা ঘণ্টার পথ তিন ঘণ্টায়ও শেষ হয় না
রাজধানীতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অফিস থেকে ফেরা লোকজন ভোগান্তিতে পড়েন। রাস্তায় পানি জমার কারণে তীব্র যানজট দেখা দেয় সড়কে। অনেকে আধা ঘণ্টার পথ তিন ঘণ্টায়ও যেতে পারেননি।
সন্ধ্যার পর থেকেই রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, বনানী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলবে।
ভোগান্তির কথা জানাতে গিয়ে আবু বক্কর নামে একজন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুটা স্বস্তি বোধ করেছিলেন। কিন্তু যখনি খামারবাড়ি এলাকায় আসি শুরু হয় তীব্র যানজট। তারপর দীর্ঘ যানজটের ফলে ৩০ মিনিটের রাস্তা পারি দিতে ২ ঘণ্টা লেগেছে।
বাংলামোটর থেকে অফিস শেষ করতে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেন ফাহাদ হোসাইন নামের এক এক বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, একটু পর বাস থেমে যায়, দীর্ঘসময় পর আবার স্টার্ট দিলেও একটু পর থেমে যাচ্ছে গাড়ির চাকা। কখন বাসায় পৌঁছাব জানি না।