খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত

download (2)
Array

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। জানা গেছে, গত সোমবার বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় অল্প সময়ের মধ্যে যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানাবে।

আইন মন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে কখন দেওয়া হবে তা নিশ্চিত করেননি তিনি।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আবেদন করা হয়েছে। আমরা চাই সরকার সময়ক্ষেপন না করে যত দ্রুত সম্ভব অনুমতি দেবেন।

গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার, কিডনি, হার্ট, ফুসফুসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat