রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মানবাধিকার রক্ষায় জোর তাগিদ দিলেন জাতিসংঘ সহকারী মহাসচিব

0
Array

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা।

মঙ্গলবার ( ২৬-সেপ্টেম্বর-২৩) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।

জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের সহকারী মহাসচিব পর্যাপ্ত জনবল না থাকা এবং ভৌগোলিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাংলাদেশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থাকে সন্তোষজনক বলে আখ্যা দেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেওয়া এপিবিএনের অধিনায়ক আমির জাফর (অতিরিক্ত ডিআইজি) সংবাদ মাধ্যমকে বলেন, এপিবিএনের পক্ষ থেকে সভায় ক্যাম্পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। চ্যালেঞ্জ থাকার পরও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। পাশাপাশি তিনি মানবাধিকার বিষয়ে খেয়াল রাখার অনুরোধ করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উখিয়া পৌঁছায় উনাইসি লুতু ভুনিওয়াকার নেতৃত্বে জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের গাড়িবহর। গত রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব।

এপিবিএনের সঙ্গে মতবিনিময় শেষে ২ নম্বর (ওয়েস্ট) ক্যাম্পের ভ্রাম্যমাণ ফায়ার ফাইটিং ইউনিট, ১৮ নম্বর ক্যাম্পের কালচারাল মেমোরি সেন্টার এবং ৮ নম্বর (ওয়েস্ট) ক্যাম্পের ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন ভুনিওয়াকা। পরে বিকেল ৪টার দিকে বিমানযোগে প্রতিনিধিদলটি ঢাকায় ফেরেন বলে সুত্রে জানা যায়।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা মানবিক সংকট শুরুর পর গত ছয় বছরে এটিই প্রথম জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধির সফর।
গতকাল সোমবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করেন তিনি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat