সব মহানগরীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি বুধবার

0
Array

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য প্রদান করে সংগঠনটি।

বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারাদেশে নেতা-কর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। নেতা-কর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। নতুন নতুন মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতা-কর্মীদের মুক্তির পথ রুদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের বরেণ্য আলেম-ওলামাদের উদ্দেশ্যমূলক মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকার সারাদেশেই বিরোধীদলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী সরকারের দায়ের করা সকল মিথ্যা ও সাজানো মামলায় উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ প্রদান করেন। তা সত্ত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ সকল বিরোধীদলের দাবি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের সকল চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমীরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) সকল মহানগরীতে আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতের সকল মহানগরী শাখার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat