যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
Array

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই, এ নিয়ে আমাদের হারানোরও কিছু নেই। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে চাইলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো দেশের বা সংস্থার হস্তক্ষেপ আমরা দেখতে চাই না। কিন্তু তারা যখন এটা প্রথমে ঘোষণা করেছেন, এটাকে আমরা ভালো ভাবেই নিয়েছি। এটা আমরা বলেছিও। আর একটি বিষয় হলো, আমরা এখনও দেখছি জনজীবনে বাধা সৃষ্টি করে কিছু রাজনৈতিক দল এক দফা দাবি আদায়ে মাঠে আছে। তবে এই এক দফা দাবি সংসদে সংশোধনীর মধ্যে দিয়ে অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে তারাই এখন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা বলেছে, নির্বাচন হতে দেবে না। আমরা মনে করি মার্কিন ভিসা নীতিতে সংখ্যায় বিএনপি-জামায়াতেরই বেশি থাকা উচিত। কারণ আমরা তো বলছি, আমরা সংবিধান অনুযায়ীই নির্বাচনে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন ভিসা নীতির বিষয়ে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে অবহিত করা হয়। এখন তারা দেরি করেই বিবৃতি দিয়েছে। এটা দিয়েছে, যেন তাদের বার্তা স্পষ্ট হয়। তবে আমরা কখনো এ নিয়ে তাদের কাছে এপ্রোচ করিনি।

অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমরা যত দূর জানতে পেরেছি, তাদের নতুন ভিসা নীতির আওতা খুব বেশি হবে না, ছোট হবে।

উল্লেখ্য, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর । এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন । শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat