ড. ইউনূস ইস্যুতে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

0
Array

সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ১৭৬ বিশ্বনেতা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

ওই চিঠিতে প্রধানমন্ত্রী বরাবর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান। ড. ইউনূসের পক্ষে এ চিঠি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ছাড়াও ইউরোপ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের আহ্বানের চিঠি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি। তাদের সংবাদ শিরোনাম- ‘শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধে ১৭৬ বিশ্বনেতা ও নোবেলজয়ীর আহ্বান’।এপির বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

ড. মুহাম্মদকে নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী পত্রিকা ডন। তাদের সংবাদ শিরোনাম- ‘বাংলাদেশের নোবেলজয়ীকে ‘হয়রানি’ বন্ধে ক্লিনটন, বান-কি মুনের আহ্বান’।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া ড. ইউনূসকে নিয়ে করা সংবাদ শিরোনামে লিখেছে- ‘১৭০-এরও বেশি বিশ্বনেতাদের নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের দাবি।’

ইয়াহু নিউজেইর শিরোনাম- মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সতর্কতা বিশ্বনেতা ও সিভিক কারেজের, সুবিচারের দাবি।

সংবাদ সংস্থা এপির বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এবং যুক্তরাজ্যের ফিন্যানশিয়াল পোস্ট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা চিঠির সংবাদ প্রকাশ করেছে।

ড. ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে- ইউরোএশিয়া রিভিউ। তাদের সংবাদ শিরোনাম- ‘নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধে আহ্বান বিশ্বনেতাদের’।

ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি দ্য ইকোনমিস্ট একটি মতামত প্রকাশ করেছে। এই মতামতটির শিরোনাম- ‘মুহাম্মদ ইউনূসের বিচার’।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খবরের জন্য জনপ্রিয় গণমাধ্যম দ্য হিলে সম্প্রতি ড.ইউনূসের বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি মতামত প্রকাশ করেছে। এই মতামতটি লিখেছেন প্যাট্রিক পেক্সটন নামে জনস হপকিন্সের একজন শিক্ষক। লেখাটির শিরোনাম- ‘কর্তৃত্ববাদের হুমকিতে নোবেলজয়ী’।

এছাড়া স্পেনের এল পাসো, ভারতের এবিপিআনন্দ, দ্য ওয়্যার, নাগাল্যান্ডপোস্ট পাকিস্তানের জিওটিভিনিউজ, যুক্তরাষ্ট্রের ফক্সএইট, ডব্লিউএনকেওয়াই, কানাডার টরন্টো স্টার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

দ্য ওয়্যারের সংবাদ শিরোনাম- মুহাম্মদ ইউনূসকে ‘ক্রমাগত বিচারিক হয়রানি’র বিরুদ্ধে শেখ হাসিনাকে ১০৫ নোবেলজয়ীর চিঠি।

হংকংভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া সেন্টিয়েল ড.ইউনূসের প্রতি বিশ্বনেতাদের সমর্থন নিয়ে লেখা চিঠি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের সংবাদ শিরোনাম- ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া থামাতে বিশ্বনেতাদের আহ্বান’।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat