বিএনপির কালো পতাকা মিছিল শুরু
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তা সোয়া ৪টার দিকে শুরু হয়।
কালো মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে উত্তর বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। দক্ষিণ বিএনপির মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া দলটির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড পর্যন্ত এ কালো পতাকা মিছিল যাওয়ার কথা রয়েছে।
উত্তরে গণমিছিলের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।
একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া পল্টন থেকে এ কর্মসূচি শুরু করে দয়াগঞ্জ পর্যন্ত মিছিল করবে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের কালো পতাকা মিছিলে নেতৃত্ব আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া নেতৃত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা।
এর আগে বিএনপির ডাকা এ কর্মসূচিতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন, দেখা যায়। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। বৈরি আবহাওয়ার ভেতরও নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে স্লোগান দিয়ে যাচ্ছেন।এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।