সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ : ওবায়দুল কাদের

0
Array

জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে আওয়ামী লীগকে জানিয়েছে সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশান-২ নম্বরে গোয়েন লুইসের সঙ্গে হওয়া বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে তিনি বলেন, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পিসফুল একটা নির্বাচন বাংলাদেশে হোক, এটাই তারা (জাতিসংঘ) চায়।

ওবায়দুল কাদের বলেন, তারা (জাতিসংঘ) বলেছে—বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলে আমাদের ভালো লাগবে। মূলত এ বিষয়টি তারা বলেছে।

বিরোধী দল (বিএনপি) প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়কের যে দাবিতে জোর দিচ্ছে সেসব বিষয়ে জাতিসংঘের কোনও বক্তব্য ও মাথাব্যথা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তারা বলেছে, এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

আওয়ামী লীগ বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চায় বলে জাতিসংঘকে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেখানে বিএনপির মতো বড় দল আসুক সেটাই চাই। কারণ, নির্বাচনটা যত প্রতিযোগিতামূলক হবে তত দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। আমরা আমাদের সেই ইচ্ছেটা বলেছি যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। যেটা দেশে-বিদেশে প্রশংসিত হবে। এটা আমাদের দলের পক্ষ থেকে বলেছি।’

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জোরাজুরি করতে পারি না। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল হিসেবে তাদের (বিএনপি) অধিকার। এটা কোনও দলের জন্য সুযোগ নয়। এটা কারও দয়ার দান নয়। তারা বাংলাদেশের বড় দল হিসাবে এটা তাদের নৈতিক অধিকার। সেটা তারা প্রয়োগ করবে। এটা আমরা আশা করি।’

জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের বৃহৎ কর্মকাণ্ড তারা প্রশংসার চোখে দেখে। এতে তারা খুশি। এসডিজিতে আমাদের করণীয় আর বাংলাদেশ তো ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। এসব নিয়ে আলোচনা হয়েছে।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে গোয়েন লুইসের বাসভবনে তার সঙ্গে আওয়ামী লীগের ৬ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। শেষ হয় ৫টা ৫০ মিনিটে। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat