ঢাকা সহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিল

0
Array

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে আদায় করতে না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে মিরপুর-১০ এ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার ও নাছির উদ্দীন, জামায়াত নেতা সালাহউদ্দীন প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, সরকার কথিত বিচারের নামে প্রহসন, পরিকল্পিত ও নিষ্ঠুর কারা-নির্যাতন, চিকিৎসায় অবহেলা সর্বোপরি অপচিকিৎসার মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাফসিরে কুরআন, নায়েবে আমীর ও বারবার নির্বাচিত সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্মমভাবে শহীদ করেছে।

তিনি বলেন, আল্লামা সাঈদীকে যে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে তার বাস্তব প্রমাণ হলো শাহাদাতের পর ঢাকায় নামাজে জানাজা করতে দেওয়া হয়নি। যারা গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার নানাবিধ জুলুম-নির্যাতন চালিয়েছে।

মাহফুজুর রহমান আরও বলেন, সরকার দেশে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধবংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ধারাবাহিকতায় দেশবরেণ্য আলেমদের একের পর এক হত্যা করে দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। তাই এই ইসলাম বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আল্লামা সাঈদী শাহাদাত রহস্য উদঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন দায়ীদের আইনের আওতায় আনার আহবান জানান। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকেই দায়-দায়িত্ব বহন করতে হবে।এছাড়াও টাঙ্গাইল, গাজীপুর, নোয়াখালী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat