এই সরকারকে ধাক্কা দিয়ে সরাতে হবে: মির্জা আব্বাস

0
Array

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার জোর করে ১৫ বছর ক্ষমতায় আছে, কথা বললে শোনে না। এদের ধাক্কা দিয়ে সরাতে হবে। ১৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয় না।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর গুলশান-১ এ গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগের একদফা দাবিতে এই গণমিছিলপূর্ব সমাবেশ হয়।

মির্জা আব্বাস বলেন, আজকে শুনলাম পাশের দেশের কিছু কর্মকর্তা নেপালে গেছেন পানি পড়া আনতে। এই পানি পড়া দিয়ে কাজ হবে না। এই সরকারকে সরে যেতে হবে।

তিনি বলেন, আমাদের গ্রেপ্তার করে, মামলা দিয়ে হয়রানি করে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। আমাদের আর কোনো ভয় নেই। দেশের মানুষ গুম-হত্যাকে ভয় পায় না। মানুষ মরতে ভয় পায় না।বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আজকে আমরা সমবেত হয়েছি সরকারকে লাল পতাকা দেখানোর জন্য। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে চলে যেতে হয়।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিনা ভোটের সরকারের অত্যাচার-নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। তারা এই সরকারের পদত্যাগ চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিল শুরু হয়। মিছিলটি তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat