আল্লামা সাঈদীর ইন্তেকালে যা বললেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা

0
Array

দীর্ঘ ১৩ বছর কারাবন্দী থাকার পর গতকাল রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা ও সাবেক সংসদ সদস্যের এমন মৃত্যুতে সাধারণ মানুষের পাশাপাশি শোকে স্তব্ধ দেশের আলেমসমাজও।

সোমবার রাতে আল্লামা সাঈদীর ইন্তেকালের পর অনলাইনে সক্রিয় দেশ-বিদেশের অসংখ্য আলেম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে বিশিষ্ট কয়েকজন আলেমের আল্লামা সাঈদীর ইন্তেকাল পরবর্তী প্রতিক্রিয়া তুলে ধরা হলো-

আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল : ভারতীয় আলেম মাওলানা সালমান নদভী
আল্লামা সাঈদীর ইন্তেকালের পর পরই ভারতীয় বিশিষ্ট আলেম ও বিশ্বখ্যাত ইসলামী স্কলার মাওলানা সালমান নদভী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। আরবি ভাষায় তার ওই পোস্টে তিনি দাবি করেছেন- আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

মাওলানা নদভী লেখেন- `বাংলাদেশের ইসলাম প্রচারক আলেম শায়খ দেলাওয়ার হোসাইন সাঈদী আজ (সোমবার) মৃত্যুবরণ করেছেন। তিনি মুফাসসির ও বিশিষ্ট বক্তা ছিলেন। মহান আল্লাহ আপন রহমতে তাকে আবৃত করে রাখুন। তার বার্ষিক কোরআনের দরসে লাখ লাখ মানুষ উপস্থিত হত।’

তিনি আরো লেখেন, ‘তাকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তিনি ২০১০ সাল থেকে কারাবন্দী ছিলেন।’
আল্লামা সাঈদীর জন্য দোয়া করে মাওলানা নদভী লিখেছেন, ‘মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান ফিরদাউসের বাসিন্দা বানান এবং তার পরিবারকে পরিবারকে ধৈর্য দান করুন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

ইসলাম প্রচারে আল্লামা সাঈদীর অবদান অবিস্মরণীয় : শায়খ আহমাদুল্লাহ
আল্লামা সাঈদীর ইন্তেকালে তার কোরআনের খেদমতের কথা স্মরণ করেছেন দেশের বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কে লিখেছেন, ‘জননন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! বাংলা ভাষায় ইসলাম প্রচারে তার অবদান অবিস্মরণীয়।’

মরহুম আল্লামা সাঈদীর জন্য দোয়া করে তিনি লেখেন, ‘মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এদেশের দীনপিপাসু মানুষের জন্য তার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমীন।’

আল্লামা সাঈদী ছিলেন অত্যন্ত বিনয়ী : মুফতি মিজানুর রহমান সাঈদ
দেশের প্রসিদ্ধ উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদ তার এক ফেসবুক পোস্টে আল্লামা সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। موت العالم موت العالم (আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু)। একজন খ্যাতিমান আলেম ও বিশিষ্ট দাঈ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আমার দেখায় তিনি ছিলেন একজন নিরহংকারী এবং অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে।’

আল্লামা সাঈদীর সাথে স্মৃতিচারণ বিষয়ে মুফতি মিজানুর রহমান সাঈদ লিখেছেন, ‘মদীনা শরীফে তার সাথে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাফহীমুল কুরআনের কিছু বিষয় নিয়ে ইলমী মুবাহাসা অনুষ্ঠিত হয়েছিল, আমি তার মধ্যে আকাবির আলেমদের সন্মানবোধ দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা তার সকল কর্মের যথাযথ প্রতিদান দান করুন। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষী-অনুরাগী সকলকে সবরে জামিল দান করুন।’

যা বললেন ড. আ ফ ম খালিদ হোসেন
আল্লামা সাঈদীর ইন্তেকালে তার জন্য ক্ষমা ও জান্নাত লাভের দোয়া করেছেন দেশের বিশিষ্ট কলামিস্ট ও গবেষক আলেম ড. আ ফ ম খালিদ হোসেন।আল্লামা সাঈদীর ইন্তেকালের পরই ড. খালিদ হোসেন ফেসবুকে একটি পোস্ট করেন। আরবি ভাষায় দোয়ার পর তিনি লেখেন, ‘অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছ সুখে।’

আল্লামা সাঈদী লক্ষ-কোটি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন : জুনায়েদ আল হাবীব
খতীবে বাঙ্গাল খ্যাত কারাবরণকারী বিশিষ্ট আলেম আল্লামা জুনায়েদ আল হাবীব আল্লামা সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লক্ষ-কোটি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ:-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।আল্লামা জুনায়েদ আল হাবীব হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি।

যা বললেন মাওলানা শরিফ মোহাম্মদ
আল্লামা সাঈদীর ইন্তেকালে তার জন্য দোয়া করেছেন দেশের বিশিষ্ট আলেম ও গবেষক আলেম মাওলানা শরিফ মোহাম্মদ। তিনি লিখেছেন, ‘মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ছাহেবের ইন্তেকাল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। اللهم اغفر له وارحمه وادخله الجنة’

আল্লামা সাঈদী একজন কিংবদন্তি : মিজানুর আজহারী
আল্লামা সাঈদীর ইন্তেকালের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি আল্লামা সাঈদীকে একজন কিংবদন্তি আখ্যা দেন।

তিনি ওই পোস্টে লেখেন, ‘একজন কিংবদন্তির বিদায়! একজন আল্লামার বিদায়! কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার দ্বীনের একনিষ্ঠ এ খাদিমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন।’

যা বললেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
আল্লামা সাঈদীর ইন্তেকালের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ আর আমাদের মাঝে নেই! তিনি পার্থিব সফর শেষ করেছেন! ইয়া আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন! জান্নাতের আ’লা মাকাম দান করুন।’

আল্লামা সাঈদী এ মাটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন : আলি হাসান উসামা
তরুণ ও জনপ্রিয় আলেম মাওলানা আলি হাসান উসামা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অবশেষে মুক্ত হলেন। তবে জিন্দা নয়; মুর্দা হয়ে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত করুন। এ মাটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ।’

আল্লামা সাঈদীর ইন্তেকালের খবর পোস্ট করে বিপাকে তরুণ আলেম রেজাউল করিম আবরার
আল্লামা সাঈদীর ইন্তেকালের পর পরই নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন দেশের তরুণ মেধাবী আলেম মাওলানা রেজাউল করিম আবরার। তবে এই পোস্টের কারণে তার পেজটি রিমুভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

পরে এ ব্যাপারে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তরুণ এ আলেম। সেখানে তিনি বলেন, ‘ আমাদের আর তাদের পার্থক্য হলো জানাজার নামাজ। ইমাম আহমদ বিন হাম্বল রহ:-এর বিখ্যাত এ বক্তব্য যুগে যুগে সত্য হয়ে ধরা দিয়েছে, দিচ্ছে এবং দেবে। শায়খ (আল্লামা সাঈদী) রাহ:-কে নিয়ে কৃত পোস্টের কারণে শেষমেষ ফেবু কর্তৃপক্ষ আমার পেইজটি রিমুভ করে দিলো। আল্লাহ সহায়। আল্লাহ মাওলানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat