পরিস্থিতির ওপর কঠোর নজরদারি, গুজব প্রতিরোধেও সক্রিয় পুলিশ

0
Array

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনা পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতালে জড়ো হতে থাকে তার ভক্ত ও অনুরাগীরা। এ সময় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য।

ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনও ধরনের গুজব প্রতিরোধে সাইবার ইউনিট কাজ করছে। কোনও বিষয় নজরে এলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেবে। এছাড়া ঘটনা পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তার গতিবিধি পর্যবেক্ষণ করে সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat