ব্যাটারি’ বললেই রেগে যাচ্ছেন শাহরুখ!
বলিউড বাদশা শাহরুখ খান গত বছরের টিজারে শুধু বলেছিলেন, “আমি আসছি।” এর পর থেকে শুরু হয়েছে তার ভক্তদের অপেক্ষা। তবে তিনি শুধু এসেছেন ইউটিউবের পর্দায়। আর প্রতিবারই তার ঝলকে মেতে উঠছে বলিউড প্রেমীরা। এক একটা ডায়লগ প্রোমোর দর্শক হয়েছে কয়েক লাখ। রইস’র প্রথম ডায়লগ প্রোমোতে ছিলেন নওয়াজ, ফ্যানেদের উন্মাদনা বাড়াতেই শাহরুখকে দিয়ে শুরু করেননি রইস টিম। দ্বিতীয়তে ছিলেন শাহরুখের দারুণ ডায়লগ। সাড়া পড়ে গিয়েছিল শাহরুখের অ্যাকশান সিকোয়েন্সেও। এবার তার মাত্রা আরেক ধাপ বাড়িয়েই মুক্তি পেল রইস’র তৃতীয় ডায়লগ প্রোমো এবং এটিতেও মন্ত্রমুগ্ধ হয়ে উঠেছে ভক্তরা। প্রোমোয় শাহরুখের মুখে শোনা গেল, ‘ব্যাটারি’ বললেই রেগে যান শাহরুখ। কেউ তাকে সে নামে ডাকলেই ঢিশুম-ঢিশুম শুরু করেন তিনি। এই প্রোমার মুক্তির একদিনের মধ্যেই দর্শকের সংখ্যা পেরিয়েছে ১০ লাখ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় শাহরুখ-নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘রইস’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।