চৈত্রের শেষ দিন আজ

0
image-
Array

১৪২৬ বঙ্গাব্দের শেষ দিন আজ, সেই সঙ্গে বিদায় নিচ্ছে চৈত্র। আবহমান বাংলায় একে চৈত্রসংক্রান্তি দিন বলা হতো, একসময় বাংলা নববর্ষের চেয়েও আড়ম্বড়ে পালন করা হতো।

বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকতো নানা উৎসব- আনুষ্ঠানিক। সময়ের স্রোতে চৈত্র সংক্রান্তি ম্লান হয়ে বর্ষবরণই প্রধান হয়ে ওঠেছে। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্নরকম, ভয়াল করোনার হুমকিতে বর্ষবিদায় আর বর্ষবরণ কোনটাতেই থাকছে না কোনো আয়োজন।

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে এখন বিপর্যস্ত পৃথিবী। বাংলাদেশও বড় হুমকির মুখে। সংক্রমণ ঠেকাতে ঘরবন্দি সব মানুষ। সারাবিশ্বে মৃত্যুর ফণা যখন উদ্ধত, উৎসবের রঙ ছিটানোর কথা ভাবার অবকাশ কই?

কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘরে বসেই হৃদয়ের উষ্ণতা দিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালি।

আজকের এই দিনটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারাচ্ছে আরও একটি বছর। শুধু পুরনো বছরকে বিদায় জানাবে না; আজকের এই দিন কাটবে প্রার্থণায়, পৃথিবীর সমস্ত জরা থেকে মু ক্তি কামনা করবা জাতি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat