মানুষের পছন্দ-অপছন্দের তালিকায় কোন কোন প্রাণী?

আমরা অনেকেই বাসায় প্রাণী পুষে থাকি। কিন্তু জানেন কি, বিশ্বের বেশি সংখ্যক মানুষ কোন কোন প্রাণীকে পছন্দ-অপছন্দ করেন?
এই বিষয়ের ওপর সমীক্ষা চালিয়েছিল অ্যানিম্যাল প্ল্যানেট টেলিভিশন চ্যানেলটি। বিশ্বের নানা প্রান্তের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের থেকে তারা জানতে চান পছন্দের পশু এবং অপছন্দের পশুর কথা। সেই অনুযায়ী সমীক্ষার ফল হলো, বিশ্বের বেশিরভাগ মানুষের সবথেকে পছন্দের দুই পশু বা প্রাণী হলো বাঘ এবং কুকুর। আর বিশ্বের বেশি সংখ্যক মানুষ অপছন্দ করেন ওরাংওটাং এবং তিমি মাছকে।