পহেলা বৈশাখে বাঙালির খাবার টেবিলে মাটির জিনিস

আর মাত্র একদিন পরেই পহেলা বৈশাখ। বাঙালির ঘরে ঘরে এখন বৈশাখী আমেজ। খাবার টেবিলে বৈশাখী আমেজ আনতে মাটির তৈজসপত্রের বিকল্প নেই। পহেলা বৈশাখে বাঙালি মেতে ওঠে পান্তা ইলিশ খাওয়ায়। পান্তা, ইলিশ, দেশীয় ভর্তা-ভাজির সমাহারে ভরে উঠবে খাবার টেবিল। তার সঙ্গে মাটির প্লেট,জগ, গ্লাস,বাটি, পিরিচ ইত্যাদি এনে দেবে পরিপূর্ণ বাঙ্গালিয়ানা।
আমরা আমাদের খাবার টেবিলকে সাজাতে পারি মাটির তৈরি তৈজস দিয়ে। মাটির তৈরি থালা-বাসন, জগ ইত্যাদি বৈশাখের আনন্দে ভিন্নমাত্রা এনে দেবে। চামচ হিসেবে ব্যবহার করতে পারি কাঠ, বাঁশ বা নারকেলের মালার তৈরি চামচ। টেবিলম্যাট হিসেবে বাঁশ বা চটের তৈরি ম্যাট মাটির বাসনের সাথে ভালো মানাবে। খাবার টেবিলের মাঝখানে মাটির পাত্রে কিছু তাজা ফুল রাখতে পারি। এসব তৈজসপত্র পাবেন মোহাম্মদপুরের কৃষি মার্কেট এবং দোয়েল চত্বর এবং আড়ংয়ে। দেশীয় সংস্কৃতিতে পহেলা বৈশাখ সবার আনন্দে কাটুক।